বিল্লাল হোসেন প্রান্ত ॥
আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের মধ্যেদিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার সরকার গঠনে যুবলীগ সুযোগ করে দিবে বলে আমি বিশ্বাস করি। এবং জননেত্রী শেখ হাসিনা পুনরায় রাষ্ট্রিয় ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে। দেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বলেছেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এড. আজহারুল ইসলাম।
১১ নভেম্বর বিকাল ৬টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা যুবলীগ আয়োজিত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম, এতে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা যুবলীগ সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সারোয়ার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, কোষাধ্যক্ষ আবু সাঈদ দীন মোহাম্মদ ফখরুল, মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি এড. আব্দুর রহমান আল হোসাইন তাজ, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু , জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু, শওকত উসমান লিটন প্রমুখ। এতে সঞ্চালনা করেন জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শাহরিয়ার মো: রাহাত খান।
অনুষ্ঠান শুরুতে জেলা যুবলীগ নেতৃবৃন্দ শিববাড়ি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম বলেন,যুবলীগ সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে কাজ মাঠে কাজ করবে। তিনি বলেন, বিএনপির কাধে ভর করে ঐক্যফ্রন্টের ড. কামাল এমপি হতে চায়। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের নামে মুক্তিযোদ্ধ বিরোধী শক্তিকে আবার নির্বাচনে অংশগ্রহন করাতে ষড়যন্ত্র চলছে। যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে সর্বস্থরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
এরপর জমকালো আয়োজনে ৪৬ পাউন্ড কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা যুবলীগ নেতৃবৃন্দ।