বিল্লাল হোসেন প্রান্ত ॥
নির্বাচনের তফসিল ঘোষনা হয়ে গেছে। এবার নির্বাচনে সকল দল অংশগ্রহন করছে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে ময়মনসিংহে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাশা করে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম।
১১ নভেম্বর বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবলীগ আয়োজিত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
মহানগর আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা যুবলীগ সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সারোয়ার, মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি এড. আব্দুর রহমান আল হোসাইন তাজ, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মো: সব্যসাচী, মহানগর যুবলীগ সদস্য রিজোয়ান সরকার রিফাত প্রমুখ। এতে সঞ্চালনা করেন মহানগর যুবলীগ সদস্য এজিএস জয়।
অনুষ্ঠান শুরুতে মহানগর যুবলীগ নেতৃবৃন্দ শিববাড়ি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং ১৯৭১ পরবর্তী সময়ে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরনে এক মিনিট দাড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আলোচনায় নেতৃবৃন্দ বলেন, ঐক্যফন্টের নামে মুক্তিযোদ্ধ বিরোধী শক্তিকে আবার নির্বাচনে অংশগ্রহন করাতে ষড়যন্ত্র চলছে। আমরা আওয়ামী লীগের সকল স্থরের নেতৃবৃন্দ বিশেষ করে যুবলীগের নেতাকর্মীরা বেচেঁ থাকতে এটা বাংলাদেশে হতে পারবে না। যেকোন মূল্যেই জামায়াত সহ তাদের দোসরদের প্রতিহত করা হবে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র থেকে।