বিল্লাল হোসেন প্রান্ত ॥
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) মাদক বিরোধী পৃথক বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
২১ নভেম্বর বুধবার গৌরীপুর, নান্দাইল, ময়মনসিংহ শহরতলীর চরঝাউগড়া ও জুবলি কোয়াটার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ গ্রেফতার ও উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, অভিযানে চরঝাউগড়া থেকে ১০০ গ্রাম হেরোইন সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির (৪০), পিতা-মৃত আব্দুল মতিনকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই আক্রাম হোসেন।
২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল্লাহ আল মামুন (২৮), পিতা মৃত-আব্দুল ছালামকে গ্রেফতার করে এসআই আনোয়ার হোসেন ও এএসআই বাবুল হোসেন।
অন্যদিকে নান্দাইল উপজেলার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া (৪০), পিতা মৃত-আব্দুর রশিদকে গ্রেফতার করে এসআই মাসুদ জামালী।
গৌরীপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভবানীপুর থেকে ২০ গ্রাম হেরোইন ও ১৫ পিস পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী মোঃ লালন মিয়া (২৮), পিতা-আঃ লতিফকে গ্রেফতার করে এসআই হাবিবুর রহমান ও এএসআই নজরুল ইসলাম ।