বিল্লাল হোসেন প্রান্তঃ
ময়মনসিংহ বিভাগে প্রাণঘাতী করোনা এবার জোরেশোরে সংক্রমন শুরু করে দিয়েছে। আজ ২০ এপ্রিল ময়মনসিংহ বিভাগে ১৮৮ পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।
যাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১১ চিকিৎসক, নার্স, ক্লিনারসহ ১৪ জন ও নগরীর চরপাড়ায় ১জন, আক্রান্ত বলে জানা গেছে। এছাড়া জেলার মুক্তাগাছায়-২ জন, হালুয়াঘাটে -১ জন, ফুলবাড়িয়ায় -১ জন,ফুলপুরে-১ জন, ত্রিশালে-১ জনসহ জেলায় ২১জন আক্রান্ত হয়েছে।
অন্যদিকে এ বিভাগের শেরপুর-১, নেত্রকোনা -৪ ও জামালপুরে৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলে ১জন আক্রান্ত বলে জানিয়েছে পিসিআর ল্যাব সূত্র।