বিল্লাল হোসেন প্রান্তঃ
পরিচয় মিলেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উদ্ধার হওয়া নারী মরদেহের। তার নাম লাভলী। বাড়ি টাঙ্গাইল জেলায়। কর্মস্থল ছিলো গাজীপুর জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান চাঞ্চল্যকর ও বর্বরোচিত এ হত্যাকান্ডের রহস্য উন্মোচনে জেলা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে হত্যাকারী সনাক্ত ও আসামি গ্রেফতারে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম।
উল্লেখ্য, ১০ জুন বুধবার ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ৭ নং বাক্তা ইউনিয়নের জঙ্গল ঘেরা কচুক্ষেত থেকে লাভলীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতকারী তাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করেছে পুলিশ।