বিল্লাল হোসেন প্রান্তঃ
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানের নামে ফেসবুকে লাইভে এসে মিথ্যচারের প্রতিবাদে মানববন্ধন করেছে সরিষাবাড়ি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা অপপ্রচারকারী সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ প্রঙ্গণ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফাইল ফটোঃ বায়ে তথ্য প্রতিমন্ত্রী ডানে পৌর মেয়র
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মিথ্যাচার করার অপরাধে পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ৫ আগষ্ট বুধবার উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামান রোকন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ৪ আগষ্ট মঙ্গলবার রাত ৮টা ২৭ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে আক্রমনাত্মক, মিথ্যা, অসম্মানজনক, ভীতি প্রদর্শনমূলক তথ্য উপাত্ত প্রকাশ করে। এতে করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির মানহানি, সম্মান ও ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম বলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপিকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর অপরাধে পৌরসভার মেয়র মোঃ রুকুনুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।