বিল্লাল হোসেন প্রান্তঃ
ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম আনারের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
৪ সেপ্টেম্বর বিকালে পরাণগঞ্জ দক্ষিন বাজার এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জনতা বিক্ষোভ মিছিল বের করে। তারা অবিলম্বে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা আনারকে হয়রানির উদ্দেশ্যে এই মামলা দেয়া হয়েছে। তারা বলেন, সিএনজি স্ট্যান্ডের কমিটি নিয়ে বিরোধের জেরে আনারের সাথে মাহবুবুর রহমান কাজলের মতানৈক্য হয়। এক্ষেত্রে কাজলই উত্তেজিত ও মারমুখী ছিলেন। যা পরাণগঞ্জ ইউপি চেয়ারম্যানের সামনেই ঘটেছে বলে বক্তারা বলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ছাত্রলীগ নেতা আনারের সাথে পুনরায় কাজল গ্রুপের কথা কাটাকাটি হয়। তবে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিরা সমাধানে ঐক্যমত থাকা সত্বেও মিথ্যা ও কাল্পনিক বিষয় উল্লেখ্য করে আনার সহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করায় প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী মাষ্টার বলেন, আনার-কাজল আমাদেরই ছেলে। তারা একে অপরের সাথে বিরোধে জড়ালে এটি আমরা সমাধান করার ক্ষমতা ও অধিকার রাখি। কিন্তু এখানে একটি আওয়ামী লীগ বিরোধী পক্ষ মদদ দিয়ে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করছে। তারা কারা আমরা সবাই জানি। তিনি পুলিশ প্রশাসনের প্রতি বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ছাত্রলীগ নেতা আনারসহ সকলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের অনুরোধ জানান।
এ সময় মাহিন্দ্র, সিএনজি স্টেশনের পরানগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহামুদুল আলম মন্টু বলেন, এখানে দুটি কমিটি নিয়ে বিতর্ক চলছে। যা জেলার সাথে আলোচনা স্বাপেক্ষে সমাধান সম্ভব। তবে কাজল স্ট্যান্ডের কোন কমিটিতে না থাকলেও প্রতিদিন গাড়ী প্রতি চাঁদা আদায় করে। কেউ এর প্রতিবাদ করলেই মামলা দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, আনার আমাদের কমিটির উপদেষ্টা তার দায়িত্ব আছে সমস্যা সমাধানে কাজ করার। কাজল এখানে অনধিকার প্রবেশ করে একটি উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করছে।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ইউনুস আলী মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক বজলুর রহমান,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহামুদুল হাসান রাজু, যুবলীগ নেতা আকরাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়নের ত্যাগী ও উদ্দমী নেতাকর্মীকে পরাস্থ করতে বিএনপি জামায়াতের কৌশলী একটি শ্রেনী এখানে কলকাঠি নাড়ছে। কাজলের বাবা একজন আওয়ামী লীগ নেতা হলেও সে ওইসব স্বার্থবাদীদের উসকানীতে ছাত্রলীগ, যুবলীগ নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা ও প্রহসনমূলক মামলা দিয়েছে তা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রত্যাহার ও প্রকৃত দোষীদের শাস্তি দাবী করেন । মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা হলে তারা সকল সংগঠন কে সাথে নিয়ে পরানগঞ্জ বাজারে আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।