জনমত ডেক্সঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মারুফ ইসলাম টুটুলের উদ্যেগে ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে।
৩০ অক্টোবর ময়মনসিংহে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, মাদ্রাসার শিক্ষার্থী ও পথ মানুষের মাঝে খাবার সরবরাহসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করেন ছাত্রলীগ নেতা টুটুল।
বাংলাদেশ ছাত্রলীগের সফল ও জনপ্রিয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিনে ময়মনসিংহে ছাত্রলীগ নেতাকর্মীরা শুভেচ্ছার সম্ভাষণ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। দিনটিকে স্মরণীয় ও স্মৃতিময় করে রাখতে টুটুলের উদ্যেগটি সেক্ষেত্রে ব্যাপক আলোচনায় আসে। নেতার প্রতি কর্মীর ভালোবাসা আর হৃদ্রতা এখানে নির্মোহভাবেই প্রকাশ পেয়েছে।
মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এ উপলক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে গাছের চারা রোপণ করে ছাত্রলীগ নেতা মারুফ ইসলাম টুটুল। রাতে ফানুস উড়িয়ে আকাশের বুকে আন্দোলনের বার্তা পাঠায় জয় পাগল নেতাকর্মীরা।