বিল্লাল হোসেন প্রান্তঃ
ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত এবারকার পৌর নির্বাচনে জয়ের চমক নিয়ে মাঠে নেমেছে ময়মনসিংহ জেলা যুবলীগ। প্রচারনার ভিন্ন কৌশল প্রতিটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে ব্যাপক সাড়া ফেলেছে। যুবলীগের ক্যারিশমাটিক কৌশলের কাছে ধরাশায়ী হচ্ছে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে গফরগাঁও, মুক্তাগাছা ও ফুলবাড়িয়া পৌর নির্বাচনে নিরংকুশ জয় নিশ্চিত করেছে
নৌকার প্রার্থীরা।
ময়মনসিংহ জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম পৌর নির্বাচনকে কেন্দ্র করে পর্যাক্রমে টিম ওয়ার্ক চালিয়ে যাচ্ছেন। প্রতিটি নির্বাচনী এলাকায় যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করে ডোর টু ডোর প্রচারনা চালাচ্ছেন। যা ভোটার ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রভাব ফেলছে। ভোটাযুদ্ধে এলাকাভিত্তিক গ্রহনযোগ্য ও জনপ্রিয় ব্যাক্তি ও রাজনীতিকদের সাথে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন জেলা যুবলীগের নির্বাচনী টিম। পৌছে দিচ্ছেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের কেন্দ্রীয় নেতাদের উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা। এতে ভোটার ও সাধারণ জনগণনের মাঝে নৌকার প্রার্থীর জন্য শক্ত অবস্থান তৈরি হচ্ছে। ভোটাররা উন্নয়নের প্রার্থী হিসাবে নৌকা প্রতিকের প্রতি রায় দিতে যুবলীগের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে।
মাঠ পর্যায়ে ময়মনসিংহ জেলা যুবলীগের প্রতিশ্রুতিশীল প্রচারনার কৌশলকে সাদুবাদ জানিয়েছে আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। যুবলীগ আহবায়ক আজহারুল ইসলামের নেতৃত্বে চলমান নির্বাচনী টিম নির্বাচনী এলাকায় সকল অন্তকোন্দলের উর্ধে গিয়ে নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ করার কাজও করছে নিরবে নিভৃতে।
তৃতীয় ধাপে ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও ভালুকায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ত্রিশাল পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বিএনপি প্রার্থীর মৃত্যুজনিত কারণে এখানকার নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। তবে ইতিমধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ এসব এলাকায় নিজের প্রার্থী ঘোষনা করেছেন।
ময়মনসিংহের ভালুকা পৌরসভায় এ কে এম মেজবাহ্ উদ্দিন, ত্রিশাল পৌরসভায় নবী নেওয়াজ সরকার, গৌরীপুর পৌরসভায় শফিকুল ইসলাম হবি, ঈশ্বরগঞ্জ পৌরসভায় হাবিবুর রহমানকে নৌকার মাঝি ঘোষনা করেছে আওয়ামী লীগ।
তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এরইমধ্যে ভালুকা ও গৌরীপুরে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলামসহ তার নির্বাচনী টিম। দিনব্যাপী সাধারণ ভোটারদের কাছে নৌকার জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে জেলা যুবলীগ। স্থানীয় নেতাদের সমন্বয়ে নির্বাচনী ওয়ার্কিং টিম প্রস্তুত করে প্রচারনা জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম বলেন, দলের উর্ধে কেউ নয়। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ময়মনসিংহ যুবলীগ বদ্ধপরিকর। দলে রাজনৈতিক প্রতিযোগীতা থাকতে পারে তবে দলের সিদ্ধান্তের ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রতিটি প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগ সর্বশক্তি নিয়ে মাঠে আছে, থাকবে।
তিনি বলেন, দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মোঃ মাইনুল হোসেন খান নিখিলের প্রতিটি নির্দেশনা এখানে পালন করা হচ্ছে। নৌকার বিজয় নিশ্চিতে যুবলীগ এখানে বদ্ধপরিকর।