সন্ধ্যা ৬:৩২ | শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের ১১ আসনে ১১৯ জন

জনমত ডেক্স :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ময়মনসিংহের ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১১৯ জন প্রার্থী জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের ৯ জন, বিএনপির ২৭ জন, জাতীয় পার্টির ৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬ জন, জাকের পার্টির ৬জন, সিপিবির দুইজন, জাসদ-(ইনু)র দুইজন, গণফোরামের একজন, নাগরিক ঐক্যের একজন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির দুইজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন, ইসলামী ঐক্যজোটের একজন, ন্যাশনাল পিপলস পার্টির তিনজন, ডেমোক্রেটিক লীগের একজন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স-এনডিএ’র একজন, ন্যাপের একজন, তরিকত ফেডারেশনের একজন, ওয়াকার্স পাটির একজন, খেলাফত মজলিসের একজন, গণফ্রন্টের একজন ও জামায়াতে ইসলামীর একজন ও স্বতন্ত্র ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও আওয়ামী লীগের ১২জন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

ময়মনসিংহ-৪ (সদর) ও ৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাকের পার্টির কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আমীর ফয়সল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আসন ওয়ারি মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) : জুয়েল আরেং (আ’লীগ), অ্যাডভোকেট আফজাল এইচ খান (বিএনপি), সৈয়দ এমরান সালেহ প্রিন্স (বিএনপি), আলী আসগর (বিএনপি) ও সালমান ওমর রুবেল (বিএনপি), হুমায়ুন মো. আব্দুল্লাহ আল হাদী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বাবুল দেবনাথ ও আব্দুস সালাম (কৃষক শ্রমিক জনতা লীগ)।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : শরীফ আহমেদ (আ’লীগ), শাহ শহীদ সারোয়ার (বিএনপি) ও অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ (বিএনপি), মুফতি গোলাম মওলা ভূইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (নাগরিক ঐক্য) ও মাওলানা তৈয়বুর রহমান (ইসলামী ঐক্যজোট)।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : নাজিম উদ্দিন আহামেদ (আ’লীগ), ডা. মতিউর রহমান (আ’লীগ বিদ্রোহী), এ কে এম আব্দুর রফিক (আ’লীগ বিদ্রোহী), আলী আহম্মদ খান পাঠান সেলভী (আ’লীগ বিদ্রোহী), নাজনীন আলম (আ’লীগ বিদ্রোহী), শরীফ হাসান অনু (আ’লীগ বিদ্রোহী), ড. সামিউল আলম লিটন (আ’লীগ বিদ্রোহী), মোর্শেদুজ্জামান সেলিম (আ’লীগ বিদ্রোহী), ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন (বিএনপি), আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (বিএনপি) ও ডা. মো. আবদুস সেলিম (বিএনপি), হার্বন আল বারী (সিপিবি), আব্দুল মতিন মাস্টার (ন্যাপ), আইয়ুব আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), গোলাম মোহাম্মদ (জাকের পার্টি) ও প্রাণেশ পন্ডিত (তরিকত ফেডারেশন)।

ময়মনসিংহ-৪ (সদর): বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন (বিএনপি), দেলোয়ার হোসেন খান দুলু (বিএনপি), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি) ও অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (সিপিবি), মো. হামিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পাটি-এনপিপি) ও আবু সায়িদ মহিউদ্দিন আহমদ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স-এনডিএ)।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) কে এম খালিদ বাবু (আ’লীগ), সালাহউদ্দিন আহামেদ মুক্তি (জাতীয় পার্টি), মোহাম্মদ জাকির হোসেন বাবলু (বিএনপি), জাকির হোসেন বাবুল (ওয়াকার্স পার্টি-মেনন), জহির্বল ইসলাম (জাকের পার্টি), হাকিম মঞ্জুর্বল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মুফতি হাবিবুর রহমান (খেলাফত মজলিস), সামান মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি), শাহিনুল আলম ও সোহেল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), মোস্তফা কামাল (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) : অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (আ’লীগ), ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ (বিএনপি) ও মো. আকতার্বল আলম ফার্বক (বিএনপি), অধ্যাপক জসিম উদ্দিন (জামায়াত-স্বতন্ত্র), খন্দকার রফিকুল ইসলাম (জাতীয় পার্টি), শফিকুল ইসলাম মিন্টু (জাসদ-ইনু), মোঃ নুর্বল আলম সিদ্দিকী (ইসালমী আন্দোলন বাংলাদেশ), মোঃ বিলৱাল হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ)।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) : বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), হাফেজ র্বহুল আমিন মাদানী (আ’লীগ), ডা. মাহবুবুর রহমান লিটন (বিএনপি), জয়নাল আবেদীন (বিএনপি) ও আমিন সরকার (বিএনপি), মাওলানা আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোস্তফা আমীর ফয়সল (জাকের পার্টি) ও আব্দুর রাজ্জাক রাজ (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : ফখর্ব্বল ইমাম (জাতীয় পার্টি), সৌমেন্দ্র কিশোর রায় চৌধুরী (আ’লীগ বিদ্রোহী), শাহ নুর্বল কবির শাহীন (বিএনপি) ও লুৎফুলৱাহেল মাজেদ বাবু (বিএনপি), র্বহুল আমিন মাস্টার (বিএনপি-বিদ্রোহী), মাহমুদ হাসান সুমন (আ’লীগ বিদ্রোহী), অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম), সাইফুদ্দিন আহাম্মেদ মনি (ডেমোক্রেটিক লীগ), মোহাম্মদ হাবিবুলৱাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খিজির হায়াত খান (কৃষক শ্রমিক জনতা লীগ) ও আবুল বাসার (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি)।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) : আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ.লীগ), মেজর জেনারেল অব: আব্দুস সালাম (আ.লীগ বিদ্রোহী), খুররম খান চৌধুরী (বিএনপি) ও মো. ইয়াসের খান চৌধুরী (বিএনপি), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহামেদ (জাসদ-ইনু), মুফতি সাইদুর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), মোঃ আলমগীর কবির উজ্জ্বল খান (কৃষক শ্রমিক জনতা লীগ), শফিকুল আলম (জাকের পার্টি), লতিফুল বারী হামিম (গণফোরাম), মোঃ আব্দুল কাদির (স্বতন্ত্র) ও মোঃ শহিদুলৱাহ (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) : ফাহমি গোলন্দাজ বাবেল (আ.লীগ), মো. ওবায়দুলৱাহ আনোয়ার বুলবুল (আ.লীগ বিদ্রোহী), এ বি সিদ্দিকুর রহমান (বিএনপি) ও আকতার্বজ্জামন বাচ্চু (বিএনপি), ক্বারী হাবিবুলৱাহ বেলালী (জাতীয় পার্টি), মজিবর রহমান (জাতীয় পার্টি), এস এম মোরশেদ (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি), দ্বীন ইসলাম (গণফ্রন্ট), নুরুদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি) ও মাওলানা জয়নাল আবেদিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

ময়মনসিংহ-১১ (ভালুকা) : কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ.লীগ), ফকর্বদ্দিন আহমদ বাচ্চু (বিএনপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল (বিএনপি) ও মোর্শেদ আলম (বিএনপি), অ্যাডভোকেট আমানউলৱাহ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও নাজমা আক্তার (জাকের পার্টি) ।

কোন আসনে কতজন মনোনয়ন জমা দিলেন।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) : ১১ জন,ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : ৮ জন,
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : ১৭ জনময়মনসিংহ-৪ (সদর) : ১১ জনময়মনসিংহ-৫ (মুক্তাাগছা) : ১৩ জনময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) : ৯ জনময়মনসিংহ-৭ (ত্রিশাল) : ৯ জনময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : ১২ জন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) : ১২ জন ,ময়মনসিংহ-১০ (গফরগাঁও) : ১১ জন এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) : ৬ জন।

Print Friendly, PDF & Email

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ খবর



» এমপি মোহিত উর রহমানের সহায়তায় ১১০ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন

» উপজেলা চেয়ারম্যান পদে আশরাফ-সাঈদ প্রতিদ্বন্দ্বিতার আভাস, ১৪ জন বৈধ ঘোষিত

» আগামীকাল ময়মনসিংহ মেতে উঠবে স্বাধীনতা কনসার্টে

» ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর শ্রদ্ধাঞ্জলী

» ১৪৭ বেকার তরুণ তরুণীকে চাকুরির প্রস্তুতি কর্মশালা করালেন এমপি মোহিত উর রহমান শান্ত

» হালুয়াঘাট-ধোবাউড়ায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ; কৃষি সেচে গুরুত্ব এমপির

» ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু সাঈদ

» সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমানের কম্বল বিতরণ

» ব্রহ্মপুত্রে নৌকায় চড়ে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মোহিত উর রহমান শান্ত

» ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে উল্লাসভরে ফুলেল শুভেচ্ছায় সমাবেশ

» লেঃ কর্ণেল (অবঃ)নজরুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহিত উর রহমান শান্ত

» আবারও জাপাকে দিলে জনগনের আস্থা হারাবে আওয়ামী লীগ

» ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন কিনেছেন মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত

» জনসভায় জনসমুদ্র ; সদরের প্রত্যাশা মোহিত উর রহমান শান্ত

আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com

,

basic-bank

ময়মনসিংহের ১১ আসনে ১১৯ জন

জনমত ডেক্স :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ময়মনসিংহের ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১১৯ জন প্রার্থী জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের ৯ জন, বিএনপির ২৭ জন, জাতীয় পার্টির ৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬ জন, জাকের পার্টির ৬জন, সিপিবির দুইজন, জাসদ-(ইনু)র দুইজন, গণফোরামের একজন, নাগরিক ঐক্যের একজন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির দুইজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন, ইসলামী ঐক্যজোটের একজন, ন্যাশনাল পিপলস পার্টির তিনজন, ডেমোক্রেটিক লীগের একজন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স-এনডিএ’র একজন, ন্যাপের একজন, তরিকত ফেডারেশনের একজন, ওয়াকার্স পাটির একজন, খেলাফত মজলিসের একজন, গণফ্রন্টের একজন ও জামায়াতে ইসলামীর একজন ও স্বতন্ত্র ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও আওয়ামী লীগের ১২জন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

ময়মনসিংহ-৪ (সদর) ও ৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাকের পার্টির কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আমীর ফয়সল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আসন ওয়ারি মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) : জুয়েল আরেং (আ’লীগ), অ্যাডভোকেট আফজাল এইচ খান (বিএনপি), সৈয়দ এমরান সালেহ প্রিন্স (বিএনপি), আলী আসগর (বিএনপি) ও সালমান ওমর রুবেল (বিএনপি), হুমায়ুন মো. আব্দুল্লাহ আল হাদী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বাবুল দেবনাথ ও আব্দুস সালাম (কৃষক শ্রমিক জনতা লীগ)।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : শরীফ আহমেদ (আ’লীগ), শাহ শহীদ সারোয়ার (বিএনপি) ও অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ (বিএনপি), মুফতি গোলাম মওলা ভূইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (নাগরিক ঐক্য) ও মাওলানা তৈয়বুর রহমান (ইসলামী ঐক্যজোট)।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : নাজিম উদ্দিন আহামেদ (আ’লীগ), ডা. মতিউর রহমান (আ’লীগ বিদ্রোহী), এ কে এম আব্দুর রফিক (আ’লীগ বিদ্রোহী), আলী আহম্মদ খান পাঠান সেলভী (আ’লীগ বিদ্রোহী), নাজনীন আলম (আ’লীগ বিদ্রোহী), শরীফ হাসান অনু (আ’লীগ বিদ্রোহী), ড. সামিউল আলম লিটন (আ’লীগ বিদ্রোহী), মোর্শেদুজ্জামান সেলিম (আ’লীগ বিদ্রোহী), ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন (বিএনপি), আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (বিএনপি) ও ডা. মো. আবদুস সেলিম (বিএনপি), হার্বন আল বারী (সিপিবি), আব্দুল মতিন মাস্টার (ন্যাপ), আইয়ুব আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), গোলাম মোহাম্মদ (জাকের পার্টি) ও প্রাণেশ পন্ডিত (তরিকত ফেডারেশন)।

ময়মনসিংহ-৪ (সদর): বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন (বিএনপি), দেলোয়ার হোসেন খান দুলু (বিএনপি), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি) ও অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (সিপিবি), মো. হামিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পাটি-এনপিপি) ও আবু সায়িদ মহিউদ্দিন আহমদ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স-এনডিএ)।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) কে এম খালিদ বাবু (আ’লীগ), সালাহউদ্দিন আহামেদ মুক্তি (জাতীয় পার্টি), মোহাম্মদ জাকির হোসেন বাবলু (বিএনপি), জাকির হোসেন বাবুল (ওয়াকার্স পার্টি-মেনন), জহির্বল ইসলাম (জাকের পার্টি), হাকিম মঞ্জুর্বল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মুফতি হাবিবুর রহমান (খেলাফত মজলিস), সামান মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি), শাহিনুল আলম ও সোহেল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), মোস্তফা কামাল (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) : অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (আ’লীগ), ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ (বিএনপি) ও মো. আকতার্বল আলম ফার্বক (বিএনপি), অধ্যাপক জসিম উদ্দিন (জামায়াত-স্বতন্ত্র), খন্দকার রফিকুল ইসলাম (জাতীয় পার্টি), শফিকুল ইসলাম মিন্টু (জাসদ-ইনু), মোঃ নুর্বল আলম সিদ্দিকী (ইসালমী আন্দোলন বাংলাদেশ), মোঃ বিলৱাল হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ)।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) : বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), হাফেজ র্বহুল আমিন মাদানী (আ’লীগ), ডা. মাহবুবুর রহমান লিটন (বিএনপি), জয়নাল আবেদীন (বিএনপি) ও আমিন সরকার (বিএনপি), মাওলানা আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোস্তফা আমীর ফয়সল (জাকের পার্টি) ও আব্দুর রাজ্জাক রাজ (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : ফখর্ব্বল ইমাম (জাতীয় পার্টি), সৌমেন্দ্র কিশোর রায় চৌধুরী (আ’লীগ বিদ্রোহী), শাহ নুর্বল কবির শাহীন (বিএনপি) ও লুৎফুলৱাহেল মাজেদ বাবু (বিএনপি), র্বহুল আমিন মাস্টার (বিএনপি-বিদ্রোহী), মাহমুদ হাসান সুমন (আ’লীগ বিদ্রোহী), অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম), সাইফুদ্দিন আহাম্মেদ মনি (ডেমোক্রেটিক লীগ), মোহাম্মদ হাবিবুলৱাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খিজির হায়াত খান (কৃষক শ্রমিক জনতা লীগ) ও আবুল বাসার (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি)।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) : আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ.লীগ), মেজর জেনারেল অব: আব্দুস সালাম (আ.লীগ বিদ্রোহী), খুররম খান চৌধুরী (বিএনপি) ও মো. ইয়াসের খান চৌধুরী (বিএনপি), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহামেদ (জাসদ-ইনু), মুফতি সাইদুর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), মোঃ আলমগীর কবির উজ্জ্বল খান (কৃষক শ্রমিক জনতা লীগ), শফিকুল আলম (জাকের পার্টি), লতিফুল বারী হামিম (গণফোরাম), মোঃ আব্দুল কাদির (স্বতন্ত্র) ও মোঃ শহিদুলৱাহ (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) : ফাহমি গোলন্দাজ বাবেল (আ.লীগ), মো. ওবায়দুলৱাহ আনোয়ার বুলবুল (আ.লীগ বিদ্রোহী), এ বি সিদ্দিকুর রহমান (বিএনপি) ও আকতার্বজ্জামন বাচ্চু (বিএনপি), ক্বারী হাবিবুলৱাহ বেলালী (জাতীয় পার্টি), মজিবর রহমান (জাতীয় পার্টি), এস এম মোরশেদ (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি), দ্বীন ইসলাম (গণফ্রন্ট), নুরুদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি) ও মাওলানা জয়নাল আবেদিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

ময়মনসিংহ-১১ (ভালুকা) : কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ.লীগ), ফকর্বদ্দিন আহমদ বাচ্চু (বিএনপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল (বিএনপি) ও মোর্শেদ আলম (বিএনপি), অ্যাডভোকেট আমানউলৱাহ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও নাজমা আক্তার (জাকের পার্টি) ।

কোন আসনে কতজন মনোনয়ন জমা দিলেন।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) : ১১ জন,ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : ৮ জন,
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : ১৭ জনময়মনসিংহ-৪ (সদর) : ১১ জনময়মনসিংহ-৫ (মুক্তাাগছা) : ১৩ জনময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) : ৯ জনময়মনসিংহ-৭ (ত্রিশাল) : ৯ জনময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : ১২ জন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) : ১২ জন ,ময়মনসিংহ-১০ (গফরগাঁও) : ১১ জন এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) : ৬ জন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ খবর



এ বিভাগের অন্যান্য খবর



আমাদের সঙ্গী হোন

যোগাযোগ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় –

২২ সি কে ঘোষ রোড, ময়মনসিংহ
বার্তা কক্ষ : ০১৭৩৬ ৫১৪ ৮৭২
ইমেইল : dailyjonomot@gmail.com

© সর্বস্বত্ব স্বাত্বাধিকার দৈনিক জনমত .কম

কারিগরি সহযোগিতায় BDiTZone.com